ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

পোশাক খাতে কর্মসংস্থান কমেছে: সিপিডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৫, মার্চ ৩, ২০১৮
পোশাক খাতে কর্মসংস্থান কমেছে: সিপিডি সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য

ঢাকা: রানা প্লাজা দুর্ঘটনার পর গেল কয়েক বছরে দেশে পোশাক খাতে সামাজিকভাবে অগ্রগতি হলেও অর্থনৈতিকভাবে অগ্রগতি পিছিয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

শনিবার (০৩ মার্চ) গুলশানে একটি হোটেলে পোশাক খাতের উন্নয়নে করা জরিপের ফলাফল প্রকাশ কিরে গবেষণা সংস্থা সিপিডি।

প্রতিবেদনে দেখানো হয়েছে, পোশাক খাতে কর্মসংস্থান কমেছে।

২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত এ হার ৩ দশমিক ৩ শতাংশ। যা ২০০৫ থেকে ২০১২ পর্যন্ত ছিলো ৪ দশমিক শূন্য ১ শতাংশ।
 
নারী-পুরুষের মজুরির ক্ষেত্রেও গড়ে তিন শতাংশ বেতন বৈষম্য রয়েছে। যেখানে পুরুষদের বেতন গড়ে সাত হাজার ২৭০ টাকা আর নারীদের সাত হাজার ৫৮ টাকা।
 
পোশাক খাতের ৮৯ শতাংশ বোর্ডই পরিবারতন্ত্র উল্লেখ করে দেবপ্রিয় ভট্টচার্য জানান, রানা প্লাজা দুর্ঘটনার পর গেলো কয়েক বছরে দেশে পোশাক খাতে সামাজিকভাবে অগ্রগতি হলেও অর্থনৈতিকভাবে অগ্রগতি পিছিয়ে। পোশাক খাতে পরিচালনা পর্ষদগুলোতে পরিবারতন্ত্র বাড়ছে। নারী-পুরুষের বেতন বৈষম্য কমে এলেও নারী কর্মসংস্থানের হার কমেছে।

১৯৩টি প্রতিষ্ঠানের দুই হাজার শ্রমিকের মধ্যে জরিপ চালিয়ে এ গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনটি উপস্থাপন করেন সিপিডি’র গবেষণা শাখার পরিচালক ড. গোলাম মোয়াজ্জিম। এ সময় সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সিপিডি’র রিসার্চ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিকেএমইএ’র সহ-সভাপতি ফজলে শামীম, শ্রমিক নেতা বাবুল আক্তার, সামসুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।