ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

ওসি প্রদীপের ফাঁসি রায় কার্যকর না করা ন্যায়বিচারের অপমান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, আগস্ট ১১, ২০২৫
ওসি প্রদীপের ফাঁসি রায় কার্যকর না করা ন্যায়বিচারের অপমান সংবাদ সম্মেলনে কথা বলছেন সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ।

মেজর (অব.) সিনহা হত্যার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কক্সবাজারের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপের ফাঁসি কার্যকরের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। অন্যথায় সংগঠনটি কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলেও জানিয়েছে।

সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।  

সংগঠনটির সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ এই দাবি জানান।

তিনি বলেন, মেজর (অব.) সিনহা হত্যার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে অনেক আগেই। কিন্তু আজ পর্যন্ত ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা হয়নি। এটা কেবল বিলম্ব নয়, এটা ন্যায়বিচারের অপমান, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা, আর জাতির সাথে প্রহসন।

তিনি আরও বলেন, প্রদীপের মতো একজন দাগি খুনি। তার ফাঁসি কার্যকরে সরকারের এই দীর্ঘসূত্রতা কী বার্তা দিচ্ছে? যে অপরাধীরা রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়িয়ে যেতে পারে? এই বিলম্ব শুধু ভুক্তভোগীর পরিবার নয়; আমাদের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, আমরা এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানাচ্ছি; এই বিলম্ব আর চলবে না। আমরা আজ সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাই, প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। অন্যথায়, আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধা হব।

টিএ/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।