রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শাহ আলম (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১১ আগস্ট) বিকেল তিনটার দিকে বাবর রোডের মাঝে শাহ আলমকে কুপিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে দুটি চাপাতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, ফয়সাল (২৫) ও সেলিম (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।
তিনি বাংলানিউজকে বলেন, গত ২-৩ দিন ধরে জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে মাদক ব্যবসা, মাদক সেবন নিয়ে টুকটাক মারামারির ঘটনা ঘটছে। সেই সূত্র ধরে আজকে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া পুলিশ নিরাপত্তার পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে সেখানে কাজ করছে।
এসসি/এএটি