ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

জেনেভা ক্যাম্পে মাদককারবারিদের সংঘর্ষে নিহত ১, অস্ত্রসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, আগস্ট ১১, ২০২৫
জেনেভা ক্যাম্পে মাদককারবারিদের সংঘর্ষে নিহত ১, অস্ত্রসহ গ্রেপ্তার ২ জেনেভা ক্যাম্পের ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শাহ আলম (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

আহতরা হলেন, বশির বাবুর্চি (৪০), মদিনা (২০) ও ফায়জান (২৫)।

সোমবার (১১ আগস্ট) বিকেল তিনটার দিকে বাবর রোডের মাঝে শাহ আলমকে কুপিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে দুটি চাপাতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, ফয়সাল (২৫) ও সেলিম (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।  

তিনি বাংলানিউজকে বলেন, গত ২-৩ দিন ধরে জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে মাদক ব্যবসা, মাদক সেবন নিয়ে টুকটাক মারামারির ঘটনা ঘটছে। সেই সূত্র ধরে আজকে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া পুলিশ নিরাপত্তার পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে সেখানে কাজ করছে।

এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।