বাড়ি ভাড়া বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করতে শহীদ মিনার থেকে যাত্রা শুরু হয়ে শাহবাগের পথে এগোচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শতশত শিক্ষক-কর্মচারীরা।
বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেলা দেড়টায় শিক্ষকদের পূর্ব নির্ধারিত শাহবাগ ব্লকেডের যাত্রা শুরু করেন।
কর্মসূচির নেতৃত্ব দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের’ সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। এ সময় আমাদের দাবি মানতে হবে, ২০ শতাংশ বাড়ি ভাড়া বাড়াতে হবে, দাবি না মানলে রাজপথ ছাড়বোনাসহ নানান স্লোগানে এগিয়ে যান তারা।
২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫শ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপণের দাবিতে রোববার (১২ অক্টোবর) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন বেসরকারি এমপিওভুক্ত শতশত শিক্ষক-কর্মচারীরা।
ডিএইচবি/এএটি