ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

ডোমারে দুই পা বিহীন বাছুরের জন্ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২১, মার্চ ৩, ২০১৮
ডোমারে দুই পা বিহীন বাছুরের জন্ম দুই পা ‍বিহীন গরুর বাছুর

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় সামনের দুই পা ছাড়াই একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডোমার সদর ইউনিয়নের বড়রাউতা ডাঙ্গাপাড়া গ্রামে। বর্তমানে সেই বাছুরটি দেখতে ওই বাড়িতে ভিড় বাড়ছে মানুষের।

এলাকাবাসী জানায়, ওই এলাকার খগেন্দ্র রায়ের পালিত একটি গাভী দুই পা ওয়ালা বাছুরের জন্ম দেয় কয়েকদিন আগে। খবরটি ছড়িয়ে পড়লে লোকজন খগেনের বাড়িতে ভিড় করতে থাকে।

খগেনের ভাবী শিল্পী রাণী রায় জানান, বাছুরটিকে দেখতে যেমন ভিড় করছে মানুষ, তেমনি বাছুরটিকে শিশুর মতো লালন পালন করতে হচ্ছে।  

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল ইসলাম বলেন, জিনগত ক্রটির কারণে এ ধরনের বিকলাঙ্গ বাছুরের জন্ম হয়েছে। মানুষের ক্ষেত্রে যেমন প্রতিবন্ধী শিশুর জন্ম হয় তেমনি গরুর ক্ষেত্রেও এটি একটি ধরন।

খগেন্দ্রনাথ বলেন, ভগবান গাভীটির মাধ্যমে যে বাচ্চার জন্ম দিয়েছে সেটাই আমার সম্পদ, এতে আমি অনেক খুশি।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।