ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

‘হট লাইন কোল্ড লাইন বুঝি না, মশামুক্ত ঢাকা চাই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২২, মার্চ ৩, ২০১৮
‘হট লাইন কোল্ড লাইন বুঝি না, মশামুক্ত ঢাকা চাই’ মশার যন্ত্রণায় অতিষ্ট নগরবাসীর মানববন্ধন

ঢাকা: রাজধানীতে মশা নিধনে দুই সিটি করপোরেশনের (উত্তর ও দক্ষিণ) কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে মাওলানা ভাসানী ঐক্যজোট, গণমোর্চা ও বাংলাদেশ বেকার সমাজ।
 

শনিবার (০৩ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে কচুরিপানা ও ময়লা-আবর্জনাযুক্ত জলাশয় পরিষ্কার রাখা, ওয়ার্ডভিত্তিক মশা নিধন কার্যক্রমের দায়িত্ব সিটি করপোরেশনের কাউন্সিলরদেরকে দেওয়া, মশা নিধনে ওষুধ ছিটানোর বরাদ্দ বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের মধ্যে সমন্বয়ের অভাবকে দায়ী করা হয়েছে।
 
ভাসানী ঐক্যজোটের আহ্বায়ক বঙ্গদীপ এমএ ভাসানী, বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মী খন্দকার শামসুল আলম দুদু, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, বাংলাদেশ বেকার সমাজের সভাপতি মো. হাসান প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।


 
বক্তারা বলেন, রাজধানীতে মশার দৌরাত্ম্যে অতিষ্ট হয়ে উঠেছে নগরবাসীর জীবন। দিনে-রাতে চলছে মশার আধিপত্য। ঘরবাড়ি, দোকানপাট, পড়ার টেবিল, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কোথাও নিস্তার নেই। মশার আধিপত্যে রাজধানীবাসীর মধ্যে চিকুনগুনিয়া ও ডেঙ্গু জরের আতঙ্ক বিরাজ করছে।
 
নগরবাসীর অভিযোগের কথা তুলে ধরে বক্তরা বলেন, মশা নিধনকর্মীদের কালেভদ্রে দেখা মেলে। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন মশা নিধনে হট লাইন চালু করলেও সেখান থেকে ভালো মানের সেবা মিলছে না।
 
মশা নিধনে দুই সিটি করপোরেশনের কর্মীদের দায়িত্ব পালনে বিশেষ নজরদারি ও তদারকির জোর দাবি জানান বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।