ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

তজুমদ্দিনে অপহৃত নয়জন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, মার্চ ২, ২০১৮
তজুমদ্দিনে অপহৃত নয়জন উদ্ধার

ভোলা: ভোলার তজুমদ্দিনে অপহরণের ১২ ঘণ্টা পর নয় জনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে চর লাদেন থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- জাফর, নিরব, সাজাবুদ্দিন, ফরিদ, শরীফ, জাহাঙ্গীর, আনোয়ার, হোসেন ও দুলাল।

স্থানীয়রা জানায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের মেঘনা উপকূলের চর মোজাম্মেল দখলকে কেন্দ্র করে হেলাল ও অজিউল্ল্যাহ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এর জের ধরে হেলাল গ্রুপ বৃহস্পতিবার চরের নয় বাসিন্দাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে চর লাদেন এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে জানান, অপহৃত নয়জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহজনক চার অপহরণকারীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।