ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

নওগাঁয় বাস উল্টে আহত ২৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫১, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
নওগাঁয় বাস উল্টে আহত ২৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে ২৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উওর রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে জয়পুরহাট থেকে যাত্রীবাহী একটি বাস নওগাঁর উদ্দেশে আসছিল। বাসটি উওর রামপুর নামক স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে উল্টে যায়। এসময় ২৪ জন যাত্রী আহত হন।

নওগাঁ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক এ কে এম মোর্শেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে আটজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।