ঢাকা, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

কাশিয়ানীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৭, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
কাশিয়ানীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডের কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ট্রাকচালক শাজাহান (৪৫), হেলাপর সোহাগ (২৮), হেলপার নয়ন (২৫) ও মহিলা পরিষদের বাগেরহাট জেলা সভাপতি ও স্কুল শিক্ষিকা শিল্পী সমাদ্দার (৬৫)।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, দুপুরে পোনা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে বাগেরহাটগামী বলেশ্বর নামে একটি বাসের সঙ্গে ইট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দু’টি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও দুই হেলপার ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন উভয় গাড়ির অন্তত ১১ জন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান এক নারী।  

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।