ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে ১৫টি পেট্রোল বোমাসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৮, ফেব্রুয়ারি ১১, ২০১৮
ফরিদপুরে ১৫টি পেট্রোল বোমাসহ যুবক আটক আটক শান্তু। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার চরকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫টি পেট্রোল বোমা ও ৯০ পিস ইয়াবাসহ শাহারিয়ার হোসেন শান্ত (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে শান্তকে আটক করা হয়। শান্ত শহরের গোয়ালচামট এলাকার শাহাদত হোসেনের ছেলে।

ফরিদপুর র‌্যাবের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান,  শান্ত একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি অস্ত্র মামলা, চারটি মাদক মামলা ও দু'টি অন্যান্য মামলাসহ সর্বমোট ০৭টি মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবা বিক্রয়সহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। আটক যুবককে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

এ সংক্রান্তে র‌্যাব বাদী হয়ে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় একটি বিস্ফোরক ও একটি মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।