ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও তিনজন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, জুলাই ৩১, ২০২৫
বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও তিনজন ফাইল ফটো

ঢাকা: রাজধানীর উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আরও তিনজনকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে সুস্থ হয়ে বাসায় ফিরল মোট ৮ জন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আজ সকাল পর্যন্ত ৩২ জন ভর্তি ছিল। তাদের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ দুপুরে ৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা পরবর্তীতে চিকিৎসার জন্য আবার আসবে।

তিনি জানান, এ ঘটনায় গতকাল পর্যন্ত ২ জন আইসিইউতে ছিল। তাদের মধ্যে একজনের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। নাভিদ নেওয়াজ নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন আছে। যার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ। বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।

আজ যারা হাসপাতাল থেকে বাসায় ফিরল তারা হলো- তাসনুবা (১১), জাকির (৫৫) ও শ্রেয়া (৯)। গত ৩ দিনে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানান চিকিৎসকরা।

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।