ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

আসামি ধরিয়ে দেওয়ায় খুন করা হয় সোর্স আল-আমিনকে, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, জুলাই ৩১, ২০২৫
আসামি ধরিয়ে দেওয়ায় খুন করা হয় সোর্স আল-আমিনকে, গ্রেপ্তার ২ গ্রেপ্তার ২

ঢাকা: কিশোর গ্যাংয়ের হামলায় রাজধানীর মোহাম্মদপুরে নিহত হয়েছেন এক আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স আল-আমিন। শেরেবাংলা নগরে একটি ছিনতাই মামলার আসামিকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো: মোশারফ ও রিপন ওরফে গিট্টু রিপন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

তিনি জানান, গত ১৬ জুলাই মোহাম্মদপুর থানাধীন লাউতলা এলাকায় এ হত্যাকাণ্ড হয়। নিহত আল-আমিন রাজধানীর শেরেবাংলা নগরের একটি ছিনতাইয়ের ঘটনায় কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করেছিলেন। এরই জেরে মোশারফ, রিপন ও আরও কয়েকজন মিলে আল-আমিনকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন সন্ধ্যায় চাঁদ উদ্যান এলাকার লাউতলায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকাকালে, ধারালো অস্ত্র নিয়ে তাকে আক্রমণ করা হয়। একপর্যায়ে সামুরাই দিয়ে কুপিয়ে তার ডান পায়ের হাঁটুর রগ ও ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে ফেলা হয়। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আল-আমিনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় দুইজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে র‌্যাব-২ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ১৮ জুলাই ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব-২ এর অধিনায়ক।

এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।