ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, ফেব্রুয়ারি ১০, ২০১৮
নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার

বরিশাল: বরিশাল থেকে এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়েছে। 

তার স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকা থেকে ব্যবসায়ী দুলাল হাওলাদারের সন্ধান পাওয়া যায় বলে জানান তার চাচা চাঁন মিয়া।

তিনি বলেন, অচেতন অবস্থায় দুলাল হাওলাদারের সন্ধান মেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করেন।  

দুলাল সুস্থ না হওয়া পর্যন্ত নিঁখোজের বিষয়ে তারা বিস্তারিত কিছুই জানাতে পারছেন না বলেও জানান তিনি। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন এই ব্যবসায়ী। এরপর থেকে অনেক সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সাথে থাকা দুটি মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।

নিখোঁজের পরদিন শুক্রবার দুলালের স্ত্রী নার্গিস বেগম বরিশাল কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি বলেন, নিঁখোজ হওয়ার দিন তার স্বামী দুলাল কাউকে কিছু না জানিয়েই বাসা থেকে বের হয়েছিলেন।

দুলাল হাওলাদার (৩৫) বরিশাল নগরের পলাশপুর এলাকার ‍মৃত মোসলেম হাওলাদারের ছেলে। রিকশা এবং গ্যারেজের ব্যবসা করেন তিনি।

বাংলা‌দেশ সময়: ০১৩০ ঘন্টা, ফেব্রুয়া‌রি ১১, ২০১৭
এমএস/এমআরএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।