ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

মোবাইল ফোনে প্রশ্নপত্র, ৩ মাদ্রাসা শিক্ষক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, ফেব্রুয়ারি ১০, ২০১৮
মোবাইল ফোনে প্রশ্নপত্র, ৩ মাদ্রাসা শিক্ষক আটক

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পরীক্ষা কেন্দ্রের বাইরে মোবাইল ফোনে প্রশ্নপত্রসহ তিন মাদ্রাসা শিক্ষককে আটক করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নেছারাবাদ ছারছীনা দারুল সুন্নাত আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ছারছীনা দারুল সুন্নাত আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখতে পান তিন শিক্ষক দাখিল গণিত প্রশ্নপত্র মোবাইল ফোনে ছবি তুলে প্রশ্নের উত্তর তৈরি করছেন।

এসময় তিনি উপজেলার আউরিয়া ইসলামিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল হক ও মাসুম বিল্লাহ, মাহামুদকাঠি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাসুদ করিমকে আটক করেন। পরে তিনি এনামুলের মোবাইল ফোনে প্রশ্নপত্র পান। প্রশ্নপত্র পাওয়ায় তিন শিক্ষককে আটক করে নেছারাবাদ থানায় সোপর্দ করেন।
 
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক তিন শিক্ষকের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।