ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

রাজাপুরে টেম্পো উল্টে এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, ফেব্রুয়ারি ১০, ২০১৮
রাজাপুরে টেম্পো উল্টে এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১০

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে টেম্পো উল্টে এসএসসি পরীক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের বিশ্বাসবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত এসএসসি পরীক্ষার্থী মিতু আক্তার, হাফসা আক্তার, মনুজা আক্তার ও রুমা আক্তারকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে।

বাকি ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে বিশ্বাসবাড়ি মোড়ে যাত্রী বোঝাই একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এসএসসি পরীক্ষার্থীসহ ১০ জন আহত হন। গুরুতর আহতবস্থায় কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।