ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

আইনজীবী খুরশীদ আলম খানের মায়ের ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, ফেব্রুয়ারি ৯, ২০১৮
আইনজীবী খুরশীদ আলম খানের মায়ের ইন্তেকাল

ঢাকা: কর্ণফুলী পেপার মিলের সাবেক কর্মকর্তা প্রয়াত মো. শফিউল আলম খানের স্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশীদ আলম খানের মা সুলতানা আরা খান (৭৮) ইন্তেকাল করেছেন।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢাকা ল’ রিপোর্টার্স (ডিএলআর) এর সম্পাদক আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপে আমাদের বাড়িতে (খানবাড়ি) বাবার কবরের পাশে মাকে দাফন করা হবে।

২০০৯ সালের ২০ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খুরশীদ আলমের বাবা শফিউল আলম খান।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
ইএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।