ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে বিএনপির ১২ নেতাকর্মী আটক, মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫১, ফেব্রুয়ারি ৯, ২০১৮
হবিগঞ্জে বিএনপির ১২ নেতাকর্মী আটক, মামলা

হবিগঞ্জ: হবিগঞ্জে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

ভাঙচুরের ঘটনায় ৪ থানায় ৭৭৩ জনকে আসামি করে ৫টি মামলা দায়ের করেছে পুলিশ। এর মধ্যে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ১৮৪ জনকে।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর থানায় পুলিশের কাজে বাধা দেয়া এবং ভাঙচুরের ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়। একটিতে ৪৫ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছ। অপরটিতে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং ১৪৯ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বানিয়াচং থানায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং ২৫০ জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা দায়ের করা হয়েছে। লাখাই থানায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং ৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানায় ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মিডিয়া নাজিম উদ্দিন এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।