ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৬, জানুয়ারি ৩১, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর মাদারীপুরে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে ওই রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে একই কারণে ভোর পাঁচটা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ছিল।

এ সময় মাঝ পদ্মায় চলাচলরত ১১টি ফেরি নোঙর করছিল বলে  ঘাট সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া ফেরি চলাচলের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি জানান, সকাল সাড়ে আটটার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় ঘাটে লোড করা ফেরিগুলোও গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।