ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

গাইবান্ধায় হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, জানুয়ারি ২৪, ২০১৮
গাইবান্ধায় হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্জয় চাকী (২৮) নামে এক যুবককে গলা কেটে হত্যার দায়ে আরিফ মিয়া (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

আসামির উপস্থিতিতে বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এ রায় দেন।  

দণ্ডাদেশপ্রাপ্ত আরিফ মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের বাটিকরী গ্রামের হযরত আলীর ছেলে।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম শফিক বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৬ সালে ২৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে দুর্জয়ের বাড়ির সামনে তার গলায় ধারালো অস্ত্র চালিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন আরিফ। এ অবস্থায় দুর্জয়কে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা পরে আরিফকে পুলিশে সোর্পদ করে। দুর্জয় গোবিন্দগঞ্জ পৌরসভার ঝিলপাড়ার অজয় চাকীর ছেলে। এ ঘটনায় আরিফকে আসামি করে হত্যা মামলা দায়ের করে দুর্জয় চাকীর পরিবার। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আরিফকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুধবার আরিফকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিচারক।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।