ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

না’গঞ্জের বিবি রোডে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৬, জানুয়ারি ২৪, ২০১৮
না’গঞ্জের বিবি রোডে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে (বিবি রোড) অবৈধভাবে পার্কিং করা গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে পরিচালিত অভিযানে করা হচ্ছে জরিমানাও।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকেই ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সরফুদ্দিনের নেতৃত্বে বিবি রোডে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চলছে। এ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি জানান, বিবি রোডে অবৈধ পার্কিংয়ের ফলে সৃষ্টি হয় যানজটের। যারা না জেনে প্রথমবার পার্কিং করছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং যারা জেনেশুনে পার্কিং করছেন তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।