ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

সাংবাদিক মানিক সাহার ১৪তম মৃত্যুবার্ষিকী সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, জানুয়ারি ১৪, ২০১৮
সাংবাদিক মানিক সাহার ১৪তম মৃত্যুবার্ষিকী সোমবার

খুলনা: খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৪তম মৃত্যুবার্ষিকী সোমবার (১৫ জানুয়ারি)।

এ উপলক্ষে খুলনা প্রেসক্লাব ও ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।  

এর মধ্যে রয়েছে সকাল ১০টা ৫০ মিনিটে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা।

 

২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে ছোট মির্জাপুরে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক মানিক চন্দ্র সাহা। খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মানিক বিবিসি, দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন এবং নিউএজ পত্রিকায় কর্মরত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা,  জানুয়ারি ১৪, ২০১৮
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।