ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে যাত্রীবাহী বাস পানিতে, নিহত ১

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৩, জানুয়ারি ১৪, ২০১৮
ধামরাইয়ে যাত্রীবাহী বাস পানিতে, নিহত ১ খাদে পড়ে যাওয়া বাস

ধামরাই (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ঢুলিভিটা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে বেসরকারি ওষুধ ফ্যাক্টরি একমি’র সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন রায় বাংলানিউজকে জানান, গাবতলী থেকে ছেড়ে আসা নিরাপদ পরিবহনের একটি বাস ঢুলিভিটা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।