ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

রাজবাড়ীতে ট্রেনের নিচে পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৩, জানুয়ারি ১৪, ২০১৮
রাজবাড়ীতে ট্রেনের নিচে পড়ে নারীর মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৮) মৃত্যু হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী রেলস্টেশনের এক কিলোমিটার অদূরে গঙ্গাপ্রসাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী স্টেশন ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামক ট্রেনটি ভাটিয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি গঙ্গা প্রসাদপুর এলাকায় পৌঁছালে ওই নারী রেল লাইন পার হতে যান।

এসময় তিনি ট্রেনের নিচে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।    

তিনি আরও জানান, নিহত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় রাজবাড়ী রেলস্টেশনের সহকারী মাস্টার তন্ময় কুমার দত্ত বাদী হয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।