ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৩, জানুয়ারি ১৩, ২০১৮
লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সংঘর্ষ

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

রোববার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান বাংলানিউজকে জানান, ওই গ্রামের মিলন মিয়া ও সবুর মিয়ার মাঝে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

এর জের ধরে রোববার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মাঝে ১৫ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও বাকিদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।