ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

আনন্দঘন পরিবেশে জাতীয় প্রেসক্লাবে পিঠা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২০, জানুয়ারি ১২, ২০১৮
আনন্দঘন পরিবেশে জাতীয় প্রেসক্লাবে পিঠা উৎসব প্রেসক্লাব চত্বরে পিঠা উৎসবে আগতরা। ছবি: শাকিল/বাংলানিউজ

ঢাকা: ‘পৌষ তোদের ডাক দিয়েছে’ স্লোগানে  জাতীয় প্রেসক্লাবে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল থেকে পিঠা উৎসবকে কেন্দ্র করে প্রেসক্লাব চত্বর ছিল ক্লাব সদস্য ও সদস্যদের পরিবারের পদচারণায় মুখরিত।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের ভেতরে বাগান চত্বরে এ উৎসব চলে। এ সময় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ কমিটির সদস্যরা আগতদের স্বাগত ও শুভেচ্ছা জানান।

পিঠা উৎসবে সঙ্গীত পরিবেশন করেন সেলিম চৌধুরী।  ছবি: শাকিল/বাংলানিউজ উৎসবে আবহমান গ্রাম-বাংলার নানা ঐতিহ্যবাহী পিঠা স্থান পায়। ভাঁপা পিঠা, চিতই পিঠা, পাটি সাপটা, মালপোয়া পিঠা, লবঙ্গ লতিকা, ক্ষীর কুলি পিঠা, চাঁদ পাকন পিঠা, বিবিখানা পিঠা, নকশী পিঠা, গোলাপ ফুল পিঠা, সুন্দরী পাকন, পাতা পিঠা সদস্যদের পাতে তুলে দেওয়া হয়।

উৎসবের বাড়তি আয়োজন হিসেবে ঐতিহ্যবাহি বাউল ও লোক সঙ্গীতের পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এমসি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।