ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে সাড়ে ৭ কেজি রূপাসহ আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৬, জানুয়ারি ১১, ২০১৮
ঝিনাইদহে সাড়ে ৭ কেজি রূপাসহ আটক ৩ ৭ কেজি ৭শ’ গ্রাম রূপাসহ আটক ৩। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহে পাচারের সময় ৭ কেজি ৭শ’ গ্রাম রূপাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে শহরের কেসি কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চুয়াডাঙ্গার কেদারগঞ্জ বাসস্ট্যান্ডপাড়ার ইমরান আহমেদ, দামুড়হুদার পারকৃষ্ণপুর গ্রামের জাহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার উৎসব আলী।

ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের কেসি কলেজের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় চুয়াডাঙ্গার দর্শনা থেকে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৭ কেজি ৭শ’ গ্রাম রূপাসহ ওই তিনজনকে আটক করা হয়।  

জব্দকৃত রূপা ভারত থেকে অবৈধপথে এনে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।