ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

আনসার ভিডিপির সাবেক উপ-পরিচালক রুহুল আমিন আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৬, জানুয়ারি ১১, ২০১৮
আনসার ভিডিপির সাবেক উপ-পরিচালক রুহুল আমিন আর নেই

লক্ষ্মীপুর: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সাবেক উপ-পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১০ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস দেব করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

 

ভিডিপি’র সাবেক এ উপ পরিচালক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি)  দুপুর আড়াইটা দিকে ফলকন হাজী ছেলামত উল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।