ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কুবিতে আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, জানুয়ারি ১০, ২০১৮
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কুবিতে আলোচনা সভা

কুবি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আলোচনা সভা করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিনের উপস্থাপনায় এবং সহ-সভাপতি ড. মো. জুলহাস মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বিজনেস স্ট্যাডিজ অনুষদের সাবেক ডিন ড. মুহম্মদ আহসান উল্যাহ, বাংলা বিভাগের সভাপতি ড. জি এম মনিরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি এনএম রবিউল আউয়াল চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।