ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

রাবিপ্রবি ভিসির অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৫, জানুয়ারি ১০, ২০১৮
রাবিপ্রবি ভিসির অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন করছে রাবিপ্রবি ও মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ

রাঙামাটি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের বনরূপা এলাকার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

এসময় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম মুন্না, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর কামাল, আব্দুল আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমাকে অযোগ্য ও দুর্নীতিবাজ আখ্যায়িত করে তার অপসারণের দাবি জানান। চলতি বছরের ১৫ জানুয়ারি নির্দিষ্ট মেয়াদের পর যদি ভিসিকে পুনরায় দায়িত্ব দেয়া হয় তাহলে ফেব্রুয়ারি মাস থেকে জেলায় লাগাতার হরতালের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।