ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

কোম্পানীগঞ্জে পাথর কোয়ারিতে ধস, নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৪, জানুয়ারি ১০, ২০১৮
কোম্পানীগঞ্জে পাথর কোয়ারিতে ধস, নিহত ১

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর কোয়ারিতে মাটিচাপা পড়ে স্বপন আহমদ (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার কালাইরাগ এলাকায় আলী হোসেনের পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলনকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপনের বাড়ি রংপুর জেলায় বলে জানিয়েছে স্থানীয়রা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাথর কোয়ারিতে ধসের খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।