ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

ফরিদপুর পৌরসভার মেয়রকে কর্মীদের শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, ডিসেম্বর ১৮, ২০১৭
ফরিদপুর পৌরসভার মেয়রকে কর্মীদের শুভেচ্ছা ফরিদপুর পৌরসভার মেয়রের হাতে ফুল তুলে দিচ্ছেন পৌরকর্মীরা

ফরিদপুর: ফরিদপুর পৌরসভাকে ‘স্মার্ট সিটি পুরস্কার ২০১৭’-এ ভূষিত করায় পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথুকে শুভেচ্ছা জানিয়েছেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে  মেয়র শেখ মাহতাব আলী মেথুর হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান তারা।

এর আগে গত ১৭ ডিসেম্বর (রোববার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) এবং ইউএনডিপির পক্ষ থেকে ফরিদপুর পৌরসভার মেয়রের হাতে ‘স্মার্ট সিটি এ্যাওয়ার্ড ’ তুলে দেয়া হয়।

উল্লেখ্য, প্রযুক্তি বা অবকাঠামোর পাশাপাশি নগরবাসীর সচেতনতা, দায়িত্বশীলতাও যে আধুনিক বাসযোগ্য শহর গড়তে সমান গুরুত্বপূর্ণ সে বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি এবং মানবিক ও আধুনিক শহর বিনির্মাণে সম্মিলিত প্রয়াসকে উৎসাহিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে গত ২৯ নভেম্বর  থেকে সপ্তাহব্যাপী ‘স্মার্ট সিটি ক্যাম্পেইন’ শুরু হয়।

গত ৪ ডিসেম্বর  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘স্মার্ট সিটি উইক’ এর সমাপনী অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভাকে স্মার্ট সিটি ক্যাটাগরিতে ‘স্মার্ট সিটি পুরস্কার ২০১৭’ তে ভূষিত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।