ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

ঝালকাঠিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, ডিসেম্বর ১৮, ২০১৭
ঝালকাঠিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

ঝালকাঠি: ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহনে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  

র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
 
ডিসি মো. হামিদুল হকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুজ্জামান প্রমুখ।

সভায় জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী মোর্শেদ আলম খানকে ‘সম্মাননা স্মারক’ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।