ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

যুব গেমস উপলক্ষে বগুড়ায় র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৭, ডিসেম্বর ১৮, ২০১৭
যুব গেমস উপলক্ষে বগুড়ায় র‌্যালি র‌্যালিতে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। ছবি: কাওছার উল্লাহ আরিফ/বাংলানিউজ

বগুড়া: ‘জয় হোক জয় সবখানে-চাই খুশির পরিবেশ বিশ্ব জয়ের স্বপ্ন দেখা আমার বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ যুব গেমস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‌্যালি করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে বগুড়া শহরে এ র‌্যালি বের করা হয়। যা শহরের সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেচ্ছা খেলার মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সামাদ, স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম, এডিএম আলী মুন রাজিব, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খাজা আবু হায়াত হিরু, নুরুল আলম টুটুল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, কোষাধ্যক্ষ অ্যাডোনিস বাবু তালুকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ