ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

বেগম রোকেয়া দিবসে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৩, ডিসেম্বর ৯, ২০১৭
বেগম রোকেয়া দিবসে বগুড়ায় মানববন্ধন বগুড়ায় বেগম রোকেয়া দিবসে মানববন্ধন কর্মসূচি

বগুড়া: নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

শনিবার (০৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম উদ্যোগে শহরের সাতমাথায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  
 
এসময় জেলা মহিলা ফোরামের আহ্বায়ক দিলরুবা নূরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- বাসদের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, মহিলা ফোরামের সংগঠক রাধা রানী বর্মন, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, রীনা প্রমুখ।

 

বক্তারা বলেন, বেগম রোকেয়া মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নারীমুক্তির জন্য লড়াই করেছেন। নারীমুক্তির জন্য তিনি পাথেয় হিসেবে গ্রহণ করেছিলেন নারী শিক্ষাকে। নারীর অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার জীবন অনুসরণীয়। তাই বেগম রোকেয়ার চেতনাকে ধারণ করে নারীমুক্তির তথা সমাজ পরিবর্তনের লড়াইকে বেগবান করার আহ্বান জানান বক্তারা।  
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এমবিএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।