ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চুনারুঘাটে ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, ডিসেম্বর ৮, ২০১৭
চুনারুঘাটে ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার আটক আসাদুজ্জামান রুকন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসাদুজ্জামান রুকন (২০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মুছিকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান বাল্লা ক্রসরোড এলাকার দিদার হোসেনের ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক নেতৃত্বে মুছিকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ সদস্যরা। এসময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আসাদুজ্জামান চিহ্নিত মাদক বিক্রেতা। তাকে গ্রেফতারে সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।