ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় ইউপি সচিবদের পরিচয়পত্র প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, ডিসেম্বর ৪, ২০১৭
সাতক্ষীরায় ইউপি সচিবদের পরিচয়পত্র প্রদান সাতক্ষীরায় ইউপি সচিবদের পরিচয়পত্র প্রদান

সাতক্ষীরা: সাতক্ষীরায় কর্মরত ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের পরিচয়পত্র দেওয়া হয়েছে। 

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন ইউপি সচিবদের হাতে পরিচয়পত্র তুলে দেন।

স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক শাম্মী আক্তার, বাংলাদেশ ইউপি সচিব সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ব্রহ্মরাজপুর ইউপি সচিব সেরাজুর রহমান।

 

এ সময় ইউপি সচিবদের উদ্দেশে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, স্থানীয় সরকারকে আরও কার্যকর করতে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে ইউপি সচিবদের গুরুত্ব অনেক বেশি। এ পরিচয়পত্র মর্যাদার। এটি কাজের ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করবে। ইউপি সচিবদের কাজে আন্তরিক হতে হবে।  

অনুষ্ঠানে সাতক্ষীরার ৭৮টি ইউনিয়নে কর্মরত ৭৬ জন ইউপি সচিবকে পরিচয় পত্র দেওয়া হয়। দু’টি পদ শূন্য রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।