ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

কমলগঞ্জে অবৈধ ব্রিকফিল্ড সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, ডিসেম্বর ১, ২০১৭
কমলগঞ্জে অবৈধ ব্রিকফিল্ড সিলগালা সিলগালা করা ব্রিকফিল্ড

মৌলভীবাজার: জেলার কমলগঞ্জ উপজেলায় লাইসেন্স না থাকায় নির্মাণাধীন একটি ইটভাটাকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুন্সিবাজার সংলগ্ন সিপার আহমদের মালিকানাধীন ইটভাটাটি বন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক বাংলানিউজকে জানান, এই ইটভাটার মালিক সিপার আহমদ কোনো অনুমোদন না নিয়ে ইটভাটা তৈরি করতে শুরু করেছেন।

ফলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এটি বন্ধ করে দেয়া হয়েছে।

এসময় মালিককে পাওয়া যায়নি। তবে শ্রমিকদের উঠিয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।