ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে সরকারি শিশু পরিবারের ২ জনকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৩, নভেম্বর ২০, ২০১৭
হবিগঞ্জে সরকারি শিশু পরিবারের ২ জনকে কুপিয়ে জখম আহত দুই কিশোর। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরতলীর বহুলা এলাকার সরকারি শিশু পরিবারের দুই সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন- সাইদুর রহমান (১৬) ও চাঁন মিয়া (১৫)। 

সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে প্রাইভেট পড়া শেষে শিশু পরিবারের এক ভবন থেকে আরেক ভবনে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।  

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।