ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

হাজারীবাগে ছিনতাইকারীর গুলিতে যুবক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, নভেম্বর ২০, ২০১৭
হাজারীবাগে ছিনতাইকারীর গুলিতে যুবক আহত

ঢাকা: রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীর গুলিতে মুশফিকুর রহমান সায়েম (৩২) নামে একব্যক্তি আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। 

সোমবার (২০ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসার জন্য গুলিবিদ্ধ সায়েমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ সায়েম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অফিস শেষে রাতে হাজারীবাগের বাসায় ফিরছিলেন তিনি।  

হাজারীবাগের ফজিলাতুন্নেসা স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাঁধা দিতে চাইলে তাকে গুলি করে পালিয়ে যায় তারা।  

বর্তমানে ডান পায়ের নিচে গুলিবিদ্ধ সায়েমকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪১৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এজেডএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।