ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে নব্য জেএমবি সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, মার্চ ১, ২০১৭
রাজধানীতে নব্য জেএমবি সদস্য গ্রেফতার

ঢাকা: নব্য জেএমবির সদস্য বড় মিজানকে (৬০) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মিজান সংগঠনটির অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী চক্রের প্রধান। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

তিনি বলেন, বনানীর কাকলী ক্রসিংয়ের একটি বাস থেকে মিজানকে গ্রেফতার কর‍া হয়।

জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডের আবেদন করা হয়েছে।

এদিকে সিটিটিসি সূত্রে জানা যায়, বড় মিজান নব্য জেএমবির বিভিন্ন অপারেশনে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করতেন। তিনি সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী শিবগঞ্জ জেলার প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন।

এর আগে মিজান আল তাওহীদ নামে সংগঠনের সামরিক কমান্ডারের দায়িত্বে ছিলেন।  

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় গ্রেনেড তৈরির বিভিন্ন উপকরণ, ডেটোনেটর ও জেল চোরাচালানের একটি চক্রেরও হোতা তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এসজেএ/আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।