ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শার্শায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৩, মার্চ ১, ২০১৭
শার্শায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (০১ মার্চ) সকাল ১১টার দিকে শার্শা উপজেলার নাভরণ মহিলা কলেজের সামনে থেকে দু’জনকে আটক করা হয়।

আটক দু’জন হলেন- যশোরের কোতোয়ালি থানার আলমনগর পূর্বপাড়ার বাবর আলীর ছেলে মনির হোসেন তৌহিদ (২৩) ও একই থানার ঘোষপাড়া শংকরপুর এলাকার বাবু শেখের ছেলে রানা শেখ (৩৪)।

শার্শা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, নাভরণ মহিলা কলেজের সামনে মাদক কেনাবেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালিয়ে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ঘটনায় দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করে আটক দু’জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এজেডএইচ/আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।