ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ’ স্পন্সর প্রাণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৩, মার্চ ১, ২০১৭
‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ’ স্পন্সর প্রাণ

ঢাকা: ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ-২০১৭’ শুরু হতে যাচ্ছে। 

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ৮ দিনব্যাপী এ টুর্নামেন্ট শুরু হবে ২ মার্চ (বৃহস্পতিবার)। দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্টে স্পন্সর করছে ‘প্রাণ ক্র্যাকো’।

 

বুধবার (০১ মার্চ) রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান।  

প্রাণ ফুডস এর জেনারেল ম্যানেজার (অপারেশন) আলী হাসান আলম বলেন, ব্যাডমিন্টন খেলাকে আরো জনপ্রিয় করতে দ্বিতীয়বারের মতো এর সঙ্গে সম্পৃক্ত হয়েছি। প্রাণ ক্র্যাকো’র লক্ষ্য তরুণদের সঙ্গে কাজ করা এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা।  

তিনি এসময় ভবিষ্যতে আরও বড় ধরনের টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আশা প্রকাশ করেন।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, প্রাণ ফুডস এর ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেনিন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের স্পোর্টিং ক্লাবের সমন্বয়কারী এএসএম আসিফ, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের রেফারি আয়াজ আল আমিনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।