ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদীতে যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ঈশ্বরদীতে যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের ইপিজেড রোডের পাশে মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেওয়ান মোহম্মদ আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ভোরে স্থানীয়রা রাস্তার পাশে মুখ ও হাত-পা বাঁধা মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, নিহত যুবকের শরীরে দু’টি গুলির চিহ্নসহ অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে দু’টি গুলির খোসা পাওয়া গেছে। তাকে শ্বাসরোধ এবং গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তালুকদার আব্দুল হাই বলেন, কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।