ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডেমরায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩২, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ডেমরায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ডেমরায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে-ছবি-বাংলানিউজ

ঢাকা: রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী সড়কের সামাদনগর এলাকায় ‘ক্ল্যাসিক নাবিল’ নামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান জিয়াউর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী শাহাদাত হোসেন জানান, জুতার কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে জুতার কেমিক্যালের বস্তার ওপর আগুন পড়ে দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
পিএম/আরআর/জেডএস

**ডেমরায় জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।