ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে সিনহা ওপেক্স গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৮টি ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৫, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
নারায়ণগঞ্জে সিনহা ওপেক্স গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৮টি ইউনিট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শিল্পনগরী কাঁচপুর এলাকার রফতানিমুখী শিল্প কারখানা সিনহা ওপেক্স কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ৮টি ইউনিট।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সিনহা গ্রুপের ওই গার্মেন্টসের ১২তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেড কোয়াটারের ইন্সপেক্টর মাহামুদ হোসেন জানান, সকাল সোয়া ৭টার দিকে খবর পেয়ে ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

যার মধ্যে ডেমরা ফায়ার সার্ভিসের ২টি, আদমজী ইপিজেডের ২টি, আট হাজারীর ১টি ও হেড কোয়াটার থেকে ৩টি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি। এছাড়াও সকাল সোয়া ৯টায় প্রতিবেদনটি লেখার সময়ও আগুন নেভাতে ইউনিটগুলো কাজ করছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে সিনহা ওপেক্স গ্রুপের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭/আপডেটেড ০৯৩৩ ঘণ্টা
এসজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।