ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বকশীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
বকশীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া বিনোদেন কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় আহত যুবক জসিম সওদাগর (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দুই দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকার পর রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে তিনি মারা যান। জসিম সওদাগর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া সওদাগর বাড়ির নজিব উদ্দৌলার সওদাগরের ছেলে।

কাকিলাকুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার জসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বাংলানিউজকে জানান, লাউচাপড়া বিনোদন কেন্দ্রে সংর্ঘষে আহত যুবক জসিম সওদাগর মারা যাওয়ার খবর শুনেছি। এ ব্যাপারে নিহতের পরিবারের লোকজন অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় লাউচাপড়া বিনোদেন কেন্দ্রে তুচ্ছ ঘটনার জেরে শেরপুর সদরের বড়ইকুচি এলাকায় একদল দুর্বৃত্তদের হামলায় জসিম সওদাগর গুরুত্বর আহত হন। এসময় ছেলের প্রাণ বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষরা নজিব উদ্দৌলার সওদাগরকেও মারধর করে।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।