ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
বরিশালে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশাল নগরীর কাশীপুরে আনসার ও ভিডিপি অফিসের পাশে ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মুনি (২৭) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সুরভী নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক নূরে আলমের স্ত্রী।

নগর পুলিশের মুখপাত্র ও ডিবি পুলিশের সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের হবে।

তিনি আরও বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।