ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাচার হওয়া বাংলাদেশি যুবককে বেনাপোলে হস্তান্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
পাচার হওয়া বাংলাদেশি যুবককে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল (যশোর): ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক যুবককে উদ্ধারের দু’বছর পর বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাকে ফেরত দেওয়া হয়।  

ফেরত আসা যুবক হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চারপাখীরা গ্রামের আতিক উল্লার ছেলে মেহেদি হাসান জুবায়ের (২২)।

জানা যায়, দুই বছর আগে ওই যুবক দালালের খপ্পরে পড়ে ভারতে পাচার হয়। এসময় ভারতীয় পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে। পরে সেখান থেকে ভারতের একটি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের কাছে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ফেরত দেওয়া হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, ফেরত আসা ওই যুবককে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এজেডএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।