ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাবিতে ছাত্র ফ্রন্টের নবীনবরণ ও সুন্দরবন মেলা রোববার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
ঢাবিতে ছাত্র ফ্রন্টের নবীনবরণ ও সুন্দরবন মেলা রোববার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নবীনবরণ ও সুন্দরবন মেলা রোববার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধু’র ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদারের সভাপতিত্বে লিখিত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী।

তিনি বলেন, রোববার দুপুর ২টায় নবীনবরণ ও সুন্দরবন মেলার অনুষ্ঠান শুরু হবে। আমাদের দেশের জন্য ক্ষতিকর রামপাল বাতিলের দাবিতে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছি। নবীনবরণের মাধ্যমে আমরা সেই সুন্দরবন রক্ষার আন্দোলনেরও ধারাবাহিকতা রাখতে যাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বলে তিনি জানান।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাসদের (মার্কসবাদী) সাইফুজ্জামান সাকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি নাঈমা খালেদ মনিকা। এতে সভাপতিত্ব করবেন শাখা সভাপতি ইভা মজুমদার।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসকেবি/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।