ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লালবাগে দগ্ধ আটজন, ঢামেকে ভর্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৮, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
লালবাগে দগ্ধ আটজন, ঢামেকে ভর্তি লালবাগের বিস্ফোরণস্থল, ছবি: দীপু মালাকার

ঢাকা: রাজধানীর লালবাগ চৌরাস্তায় একটি মিষ্টির দোকানের পাশে বিস্ফোরণে আটজন ক্ষত ও দগ্ধ হয়েছেন। তবে কীভাবে বিস্ফোরণ এটা জানা যায়নি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

তারা হলেন, সোনাউদ্দীন (৫০), নারী পান্না (২৮), হজরত আলী (৪০), সাব্বির (২০), মারুফ (২০), সবুজ (২০), মকবুল (৩৫) এবং অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪০)।

আহতরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়; এতে তারা আহত ও দগ্ধ হন।

ফায়ার সদর দফতরের মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে কর্মীরা যাচ্ছেন। খতিয়ে দেখা হবে।

এদিকে, লালবাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইব্রাহীম খান বলেন, কোনো সিলিন্ডার বিস্ফোরণে তারা আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।